রাজধানীর মিরপুর𓃲ের পল্লবী থেকে এবার দু𓆏ই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৮টার দিকে তারা নিজ বাসা থেকে বের হয়ে যায়।
এদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজন দশম শ্রেণি এবং অ🍃পরজন ষষ্🌃ঠ শ্রেণির।
এ বিষ🃏য়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, “এ ঘ🀅টনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে তাদের অবস্থান জানার চেষ্টা করছি।”
এছাড়া পুলিশ সূত্র জানায়, ওই দুই শিক্ষার্থী বাসা থেকে বের হওয়ার সময় একটি চিরকুট লিখে রেখে গেছে। সেখানে তারা পারিবারিক সম্মান🐓হানির কার♈ণ উল্লেখ করেছে। নিখোঁজ দুই শিক্ষার্থী সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
এর আগে চলতি মাসে পল্লবী এলাকা থেকে ৩ কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে তাদের পরিবার থানায় মামলা করে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রায় এক সপ্তাহ পর তাদে🙈র উদ্ধার করে র্যাব।